কেউ যদি ফিতনা সম্পর্কেই না জানে, তবে সে কীভাবে নিজেকে বাঁচাবে ফিতনা থেকে? কীভাবে বাঁচাবে পরিবার-পরিজন ও সমাজকে? আর শেষ যামানার ফিতনাগুলো এতোই ভয়াবহ যে– একজন লোক দিনের প্রারম্ভে মুসলিম থাকবে, কিন্তু দিন শেষে সে পরিণত হবে কাফিরে।
রাসূলে কারীম ﷺ ১৪শ বছর আগে ফিতনা সম্পর্কে সচেতন করেছেন; আর আমরা এখনো ঘুমিয়ে আছি গাফলতের চাদর মুড়িয়ে। আমরা এখনো স্বপ্ন দেখছি দুনিয়ার ভোগ-বিলাস ও সুখ-সমৃদ্ধি নিয়ে! অথচ ফিতনা আমাদের দরজায় কড়া নাড়ছে।ফিতনা সম্পর্কে রাসূল সা. এর ভবিষ্যতবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুআইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারী। যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য বইটি হবে অনন্য।
এক মহান সেনাপতি- যিনি ১০০ যু*দ্ধে সেনাপতি করেন এবং সবগুলোতেই বিজয়ী হন।
তিনি সাহাবী সেনানায়ক হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)।
যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝাণ্ডা সমুন্নত করেছিলেন। তাঁর সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা উঠে এসেছে বক্ষমান গ্রন্থটিতে।
শামায়েলে তিরমিজি (১ম ও ২য় খন্ডে)- প্রিমিয়াম ভার্সন
শামায়েলে তিরমিজি। নবীজি (সা.)-এর দৈহিক বিবরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, ইত্যাদি সুন্নাহ নিয়ে রচিত প্রাচীন একটি হাদীসের গ্রন্থ। নবীজি (সা.)-কে নিয়ে লেখা যত সীরাতগ্রন্থ আমরা পড়েছি, প্রায় সব গ্রন্থের পাদটীকায় শামায়েলে তিরমিজির নাম পেয়েছি। আসলে নবীজিকে জানার জন্য হাদীসের এই বইটি অতুলনীয়।
লেখক : লেখক : ইমাম তিরমিজি রহ., কভার : হার্ড কভার
১০০% নিতে আগ্রহী হলে নিচের ফর্ম পূরন করে দিন তারপর “CONFIRM NOW” বাটনে ক্লিক করুন।